অবতক খবর,৮ মার্চ: বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডেকে খুনের চেষ্টার অভিযোগে ধৃত মূল অভিযুক্ত মহঃ টিপুয়াকে গ্রেপ্তার করে পুলিশ তাকে গতকাল আদালতে নিয়ে যাওয়া হয়। কিন্তু ব্যারাকপুর আদালত থেকে জামিন পেয়ে যায় টিপুয়া। জামিন পাওয়ার পর বিস্ফোরক ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
ভাটপাড়া থানা ও আইনমন্ত্রী মলয় ঘটক ব্যারাকপুর আদালতকে ইনফ্লুয়েন্স করে জামিন করানো হয়েছে।কিন্তু NIA এর হাত থেকে বাঁচতে পারবে না কেউ । এবিষয়ে তিনি সুপ্রীম কোর্টে যাবেন বলে জানান তিনি। যে মোহাম্মদ টিপুয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ সহ NIA কেস রয়েছে।কি ভাবে সে জামিন পায় তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।