অবতক খবর: প্রয়াত হলেন ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। ফুসফুসের সমস্যা নিয়ে দিন দুই আগে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৩টে নাগাদ মৃত্যু হয় বিধায়কের। খবর পৌঁছেছে ধূপগুড়ির বাড়িতে। শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। কলকাতা থেকে বিধায়কের মৃতদেহ দ্রুত ধূপগুড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে খবর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, ফুসফুসের সমস্যায় ভুগছিলেন বিষ্ণুপদ রায়। গত রবিবার কলকাতায় এসে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। অস্ত্রোপচার হয় তাঁর। সোমবার চিকিৎসকরা জানিয়েছিলেন বিধায়কের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু তা সাময়িক। মঙ্গলবার ভোররাত থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বিধায়কের। সকালের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।

দলের বিধায়কের মৃত্যুর খবরে শোকাহত রাজ্য বিজেপি। ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন।আরএসএস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বিষ্ণুপদ রায়। যুব বয়সে সেনায় যোগ দিলেও পরে নিজের জেলায় ফিরে বাবার সঙ্গে কৃষিকাজে হাত লাগান। কৃষিজীবী হিসেবেই দিনযাপন করতেন। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। চাষের পাশাপাশি গেরুয়া শিবিরের কর্মীও ছিলেন বিষ্ণুপদবাবু। ষাটোর্ধ্ব বিধায়ক ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার মৃত্যু হল বিজেপি বিধায়কের। দেহ আজকের মধ্যেই জলপাইগুড়িতে পৌঁছবে বলে স্থানীয় সূত্রে খবর।