অবতক খবর,৪ জুলাইঃ বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে প্রচার করছে নির্দল প্রার্থীরা। ভোটারদের ভুল বুঝিয়ে বিজেপি থেকে ভোট কাটতে নয়া কৌশল তৃণমূলের। অভিযোগ বিজেপির। ঘটনাটি বাগদা ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েতের কুলিয়া এলাকার ৷

এলাকায় গিয়ে দেখা গেল বড় বড় ব্যানার ঝুলছে ৷ব্যানারে রয়েছে প্রধানমন্ত্রীর ছবি পাশাপাশি লেখা রয়েছে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী ৷

বিজেপির অভিযোগ ‘চার থেকে পাঁচ জায়গায় এভাবে নির্দল প্রার্থী দাঁড়িয়েছে ওখানকার পঞ্চায়েত সমিতিতেও নির্দল প্রার্থী দাঁড়িয়েছে ৷তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে বিজেপিকে পরাজিত করতে এই কাণ্ড ঘটিয়েছে বিজেপি মধ্যে থাকা তৃণমূলের দালালেরা৷

অভিযোগ অস্বীকার করে নির্দল প্রার্থী তথা রনঘাট গ্রাম পঞ্চায়েতের বিদায়ী দলনেত্রী বিজেপির বলেন ‘ জন্ম লগ্ন থেকে বিজেপি করি বিরোধী দলনের চেয়ে আমি ৷ভোট কনভেনার নিজের স্ত্রীকে দাঁড় করিয়েছে টাকা খেয়ে টিকিট দিয়েছে একাধিক ব্যক্তিকে ৷সে কারণে এলাকার বিজেপি কর্মীরাই আমাদের দ্বার করিয়েছে ৷আমরা বিজেপিতেই আছি এবং আমরা জিতে প্রমাণ করে দেবো, আমরাই প্রকৃত বিজেপি৷