অবতখবর,সংবাদদাতা,ব্যারাকপুর,১৬ই মে:: দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করতে সোমবার সকালেই দিল্লি উড়ে গেছেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। দিল্লি যাবার আগে জগদ্দলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, কি কি বিষয়ে আলোচনা হবে, সেটা নাড্ডাজী জানেন।
তবে পাটশিল্প ও জুটমিলগুলো কিভাবে বাঁচবে, সেটা নিয়েই তিনি বেশি চিন্তিত। এই নিয়ে জগদ্দল এর বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, উনি জেপি নাড্ডার সাথে বৈঠক করতে গেছেন সেটা বিজেপি অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু তিনি এও জানান বিজেপিতে উনি দরকষাকষি করছেন। এর আগেও তিনি তৃণমূলে নিজের দরকষাকষি করেছিলেন।
তবে পাটশিল্পের আন্দোলন নিয়ে বিধায়ক বলেন এই আন্দোলন অনেক আগেই শুরু করেছে তৃণমূল কংগ্রেস সহ ২১টি ট্রেড ইউনিয়ন সাংসদের এখন মনে পড়েছে। যদিও তৃণমূলে অর্জুন সিং এর ফেরার যে সম্ভাবনা তৈরী হয়েছে তা খারিজ করেছেন জগদ্দলের বিধায়ক, তিনি জানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব এখনো পর্যন্ত সেরম কোনো সিদ্ধান্ত তাকে জানায়নি।