অবতক খবর , নদীয়া : লক্ষ্য ২০২১ সালের বিধানসভা ভোট। তাকে পাখির চোখ করে এগোচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। মোদী-নাড্ডারা ইতিমধ্যে রাজ্যে নিয়োগ করেছে বিজেপির পাঁচ কেন্দ্রীয় নেতাকে, কর্মীরা বলছে পঞ্চপাণ্ডব। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রাজ্য বা জেলার নেতারাও ছুটছে ভোটারদের বাড়ি বাড়ি।
ইতিমধ্যে বেশ কিছুদিন ধরেই রানাঘাট ১ নম্বর ব্লকের রামনগর ২ নং পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি ঘুরে গৃহ সম্পর্ক চালাচ্ছে বিজেপি মন্ডল নেতৃত্ব।
এদিন রাঘবপুর উপরপাড়া ৯০/৮ নং বুথের এই অভিযানে মহিলা মোর্চার রাজ্য কমিটির নেত্রী মিলি সরকারকে এনে চমক দিলো মন্ডল নেতৃত্ব।
সাথে ছিল জেলা সহ সভাপতি তারক সরকাররা।
বাড়ি বাড়ি গিয়ে বিজেপি নেতৃত্ব কার্যত লকডাউন চলাকালীন সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের কি কি সুযোগ সুবিধা, পেয়েছে সেসব জানার পাশাপাশি, সুকৌশলে বিধানসভা ভোটের প্রচারও চালাচ্ছে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না,স্থানীয় তৃণমূল নেতৃত্ব।