অবতক খবর,১০ জুলাই: ৯০/ ৮৩ রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে ফের বিজেপির নির্বাচনী বুথ ভেঙে দেওয়া এবং ভোটার স্লিপ ছিড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রানাঘাট দক্ষিণ বিধানসভার জগপুরে নির্বিঘ্নে ভোট পরিচালনা করছিলেন।

সাধারণ মানুষের উদ্দেশ্যে ভোটার স্লিপ দিচ্ছিলেন বিজেপি কর্মীরা, হঠাৎই বাইকে করে বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে তাদের উপর চড়াও হয়,মারধর করে এবং তাদের নির্বাচনী বুথ ভেঙে দেয়। ঘটনায় সরজমিনে প্রত্যক্ষ করতে আসেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস।

তিনি জানান, পুলিশ থাকা সত্ত্বেও পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে, পুলিশ এবং রাজ্য সরকার একত্রিতভাবে তৃণমূল কংগ্রেসকে সহায়তা করছে। বিভিন্ন ঘটনার সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের মারধর বাড়িতে গুলি সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করছে। তারা বুঝে গেছে রানাঘাট দক্ষিনে বিজেপির জয় অনিবার্য, তাই এরকম অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে।

যদিও ঘটনাস্থলে এসে পৌঁছায় রানাঘাট পুলিশ জেলার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। যদিও এখন পরিস্থিতি অনেকটাই সাভাবিক রয়েছে।