অবতক খবর,৩ ফেব্রুয়ারি: ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮টি পুরসভার ভোটগ্রহণ। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮টি পুরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ৮ মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের।
করোনা পরিস্থিতিতে রাজ্যে তিন সপ্তাহ পিছিয়ে গিয়েছে চার পুরসভার ভোট। রাজ্য সরকারের তরফে সায় মেলার পরই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। বাংলায় ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে শেষ পর্যন্ত তিন সপ্তাহ পিছিয়ে যায় চার পুরসভার ভোট। ১২ ফেব্রুয়ারি ভোট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ভোট গণনা হবে ১৫ ফেব্রুয়ারি। এরই মধ্য়ে রাজ্যে শতাধিক বকেয়া পুরসভার ভোট ২৭ ফেব্রুয়ারি করাতে চেয়ে আদালতে প্রস্তাব দেয় রাজ্য নির্বাচন কমিশন। এরপর আজ ভোটের বিজ্ঞপ্তি জারি করা হল।
কয়েকদিন আগে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়ে ২৭ ফেব্রুয়ারির পুরভোট চার সপ্তাহ পিছিয়ে দেওয়ার দাবি জানায় বিজেপি। এর যুক্তি হিসেবে বলা হয়, ‘রাজ্যে কোভিড সংক্রমণের হার কমলেও বিভিন্ন জেলায়, বিশেষ করে উত্তরবঙ্গে করোনার প্রকোপ খুবই বেশি।এর পরিপ্রেক্ষিতে আপাতত ভোট পিছিয়ে দেওয়াই উচিত।’