অবতক খবর , সম্পা ভট্টাচার্য , জলপাইগুড়ি :- উত্তরবঙ্গের বিখ্যাত পর্যটন কেন্দ্র গজলডোবায় তিস্তা নদীতে ইতিমধ্যেই হাজির হয়েছে বিদেশী পরিযায়ী পাখির দল।

এদের নিরাপত্তার আর্জি নিয়ে পথে নেমেছে ওদলাবাড়ির পরিবেশ প্রেমী সংস্থা “নেচার এন্ড এডভেঞ্চার “।সংস্থার আহ্বায়ক সুজিত দাস বলেন, প্রতিবছরই নভেম্বরের শেষে এই পাখিরা নিয়মিতভাবে বিদেশ থেকে এখানে উড়ে আসে।

এপ্রিলের শেষে বা মে মাসের প্রথমদিকে আবার তারা তাদের বাসস্থানে ফিরে যায়।একসময় এলাকার কিছু মানুষ এদের হত্যা করত মাংসের লোভে। প্রশাসন পদক্ষেপ নেওয়ায় এটা বন্ধ হয়েছে।

এরা যাতে নির্বিঘ্নে এখানে থাকতে পারে সেজন্য বনদপ্তর, মাল মহকুমা শাসক,পুলিশ সহ বিভিন্ন জায়গায় অনুরোধ জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।