অবতক খবর,১৩ মে: বীজপুর অঞ্চল জুড়ে দেখা যায় যে, হালিশহর থেকে কাঁচরাপাড়া স্টেশন পর্যন্ত এই অঞ্চলে যে মদের দোকানগুলি রয়েছে তার সংখ্যা ৬টি। এই মদের দোকানগুলো এই লকডাউনে খোলা হয়েছে।

এই সমস্ত দোকানে অনুসন্ধান করলে মালিকরা বলেন যে, বিদেশি মদ বিক্রির চেয়ে এখন দেশি মদই বেশি বিক্রি হচ্ছে। তারা জানান, সরকার এই লকডাউনের সময়ে মদের উপর হঠাৎ করে ট্যাক্স বেশি করে দেওয়ার কারণে অর্থাৎ ৩০ শতাংশ করে দেওয়ার কারণে বিদেশী মদ কেনা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। দীর্ঘ লকডাউনের পর মদের দোকান খুললে প্রথম দুদিন মদ কেনাবেচায় যে ভিড় দেখা গিয়েছিল,এখন দোকানে আর সেই ভিড় নেই। অর্থাৎ স্বাভাবিক হয়ে এসেছে। কিন্তু বিদেশি মদের অত্যধিক ট্যাক্স জারি হওয়ার কারণে মদ্যপায়ীরা বাংলা অর্থাৎ দেশি মদই কিনতে বাধ্য হচ্ছেন। কারণ এই মদের ট্যাক্স তুলনামূলকভাবে কম। সুতরাং মদ্যপায়ীরা বিদেশি মদ পানের মৌজ থেকে বঞ্চিত হচ্ছেন।