অবতক খবর,৩১ জানুয়ারি,নদিয়া:- অনেক হলো মেলা খেলা এবার খোলো পাঠশালা —- মূলত এই স্লোগানে স্কুল খোলাকে হাতিয়ার করে শান্তিপুরের এস এফ আই এর পক্ষ থেকে সারা শান্তিপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিকট এবং জনবহুল অঞ্চল গুলিতে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন পুনরায় চালু করার দাবিতে পোস্টারিং করতে দেখা গেলো ভারতের ছাত্র ফেডারেশন এর পক্ষ থেকে ।

তারা আমাদের সংবাদ মাধ্যমকে জানালেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে র ছাত্র ছাত্রীদের প্রত্যেকের কাছে স্মার্ট ফোন নেই , মূলত সেই কারণেই তারা অন লাইন ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে , অপর দিকে স্মার্ট ফোনেও সকল ছাত্রছাত্রীদের কাছে পঠন পাঠন বোধগম্য হচ্ছে না বলেই অধিকাংশ ছাত্রী ছাত্রীদের কাছ থেকে খবর পাওয়া যাচ্ছে ।

তবে আজকেই দুপুর তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী ৩ রা ফেব্রুয়ারি থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন বলবৎ হতে চলেছে , পঠন পাঠন চালু হবে সরকারি ও বেসরকারি কলেজ , আই টি আই , পলিটেকনিকের মতো সমস্ত প্রতিষ্ঠান গুলিতে । এখন এক নজরে দেখে নেওয়া যাক এস এফ আই এর পক্ষ থেকে কি জানানো হলো আমাদের সংবাদ মাধ্যমকে ।