অবতক খবর,২২ জুলাই,মলয় দে নদীয়া :-বর্তমানে এন সি সি এমন একটি শিক্ষা যেটা প্রতিটি ছাত্র ছাত্রী কে সামরিক বিষয়ে এবং সামাজিক দায়বদ্ধতার শিক্ষা দিয়ে থাকে। শৃঙ্খলাপরায়ণ এবং ভবিষ্যতে সামরিক বাহিনী তে যোগ দিতে গেলে এন সি সির প্রয়োজনীয়তা অপরিসীম। এবার শিক্ষকের কর্ত্যবের গাফিলতির কারণে বিদ্যালয় থেকে চিরতরে বন্ধ হয়ে গেল এন সি সির শিক্ষা এমনই অভিযোগ সুশীল সমাজের অভিভাবকদের।

আক্ষেপের সুরে ভুল নিজেদের স্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এন সি সি বন্ধ হওয়ায় এখন দিশেহারা শিক্ষার্থীরাও।
ঘটনা নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মাজদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয়ের । ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয় । বর্তমানে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৩০০ জন । বিদ্যালয়ের মোট শিক্ষক-শিক্ষিকা ৩২ জন । এই স্কুলেই এন সি সি চালু হয় ২০২০ সালের ১২ই ডিসেম্বর। তার পর থেকে ভালো ভাবে চললেও এখন আর হয় না এন সিসি। তখন এন সি সি ক্লাস চালাতেন আশিক আহমেদ নামে এক শিক্ষক ।

বর্তমানে তিনি ওই বিদ্যালয়েরই একজন স্থায়ী শিক্ষক । সামরিক বাহিনীর তরফে ওই শিক্ষক কে ট্রেনিংয়ে যাওয়ার কথা জানানো হয় বিদ্যালয়ে। সেই মোতাবেক বিদ্যালয় থেকে তাকে জানান হয় ট্রেনিং এ যাওয়ার জন্য । কিন্তু ওই শিক্ষকের এন সিসির ট্রেনিংয়ে যাওয়ার কথা থাকলেও যাননি । সেই কারণেই স্কুল থেকে পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেল এনসিসি শিক্ষা । দুঃখ প্রকাশ জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন মন্ডল । তবে কিভাবে এই শিক্ষা চালানো যাবে? তার উত্তর নেই কারো কাছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমস্ত বিষয় মেনেনিয়ে আজ নিরাশ।

যদিও এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক আশিক আহমেদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও শিক্ষার্থীরাও আজ হতাশ হয়ে প্রহর গুনছে আবার এই শিক্ষা পেয়ে নিজেদের প্রতিষ্ঠিত এবং নতুন ভবিষ্যতের আলো দেখার আশায়।