অবতক খবর। সসংবাদদাতা , মালদা :- ২৬ সেপ্টেম্বর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্ম জয়ন্তী উপলক্ষে মালদা শহরে রামকিঙ্কর বালিকা বিদ্যালয়ের উদ্যোগে, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। শিবিরে প্রথমেই বিদ্যাসাগরের প্রতিকৃতি পুষ্পার্ঘ্য নিবেদন করেন ডেপুটি সি এম ও এইচ -২ ডা: অমিতাভ মন্ডল, ইংরেজবাজার পৌরসভার কো-অর্ডিনেটর- আশীষ কুন্ডু, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জেলা সম্পাদক সুনীল দাস, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদার সম্পাদক নিরঞ্জন প্রামানিক প্রমূখ।

এদিনের শিবিরে রূপান্তরের পথে পত্রিকার সম্পাদক মানস রায়, স্কাউটস্ মাস্টার মিজানুর ইসলাম, ৩ জন মহিলাসহ ২৫ জন রক্তদান করেন। শিবির সংগঠিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অদিতি চট্টোপাধ্যায়। বর্তমান করোনা পরিস্থিতিতে রক্ত সংকট দূরীকরণে দরকার আরো রক্তদান শিবিরের। তাই সকলকে এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন শিবিরের অন্যতম মুখ অনিল কুমার সাহা ।