অবতক খবর, সংবাদদাতা, উত্তর দিনাজপুর :: বিদ্যুৎ দপ্তর এর সাব স্টেশন এলাকায় আচমকা লেগে গেল আগুন ।আগুন ক্রমশ ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য শুরু হল এলাকায়।মঙ্গলবার ইসলামপুর মিলনপল্লীতে একত্রিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়ালো। কিভাবে আগুন লাগলো তার কারণ অনুসন্ধান করতে জানা গেল বিদ্যুতের লাইন এর উপর একটি পাখি বসায় তা থেকে সর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং তারপর তা ছড়িয়ে পড়ে ট্রান্সফারের জন্য রাখা তেলের মধ্যে।
ওই তেল আগুনের সংস্পর্শে আসায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর খবর যায় দমকল কেন্দ্রে। অবশেষে দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।দমকল কেন্দ্রের কর্মরত আধিকারিক অজিত ঘোষ জানান, ট্রান্সফারের জন্য তেল রাখা ছিল। সেই তেলের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে বলে তিনি জানতে পেরেছেন। এদিন এই ঘটনার খবর শুনে কৌতুহলী মানুষ সেখানে ভিড় করেন।