অবতক খবর,১৫ সেপ্টেম্বর: সোমবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে যান ভবানীপুর বিধানসভা উপনির্বাচন কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

ধুনুচি নাচ নেচে,৫০০ কর্মী সমর্থক নিয়ে মনোনয়ন জমা দিতে যান প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

আর এতেই বিধি ভঙ্গের অভিযোগ এনেছেন নির্বাচন কমিশন।

ভবানীপুর কেন্দ্রে রিটার্নিং অফিসারের দেওয়া চিঠিতে অভিযোগ করা হয়েছে, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা ও কর্মীরা। যার ফলে প্রচুর নিরাপত্তারক্ষী এবং অনেক গাড়ির জমায়েত হয় সেখানে। যার জেরে যানজটের সৃষ্টি হয় শম্ভুনাথ পন্ডিত স্ট্রিটে। ওই রাস্তা দিয়ে এসএসকেএম এবং শম্ভুনাথ পন্ডিত চ্যাটার্জী হাসপাতালে যাতায়াত করা হয়। যানজটের জেরে পুলিশ বারবার ভিড় সরাতে বললেও তারা সরেননি বলে অভিযোগ। এমনকি নাচ গানের আয়োজন করা হয়েছিল। সবমিলিয়ে নির্বাচন কমিশনের কোভিড সংক্রান্ত বিধি নিষেধ লঙ্ঘন করেছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এমনই অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

এই সকল বিধি ভঙ্গ করায় প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে প্রচারের অনুমতি না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে ভবানীপুর এবং আলিপুর থানার পক্ষ থেকে।

অন্যদিকে এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল জানিয়েছেন, প্রচার বন্ধ করতেই এই সকল অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।