অবতক খবর, সংবাদদাতা , সম্পা ভট্টাচার্য : জলপাইগুড়ি :– শনিবার গভীর রাতে ময়নাগুড়ি ট্রাফিক মোড় সংলগ্ন বাজারে আগুন লাগে। মুহুর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। কিছু বোঝার আগেই আশে পাশের দোকান গুলিতে আগুন ছড়িয়ে যায়। আগুনে বাজারের রাধিকা লাইব্রেরী সংলগ্ন এলাকার মোট ৪ টি দোকান সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে রাত ২ টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। রাতে বাজারের পাহাড়ার দায়িত্বে থাকা কর্মীরা প্রথম আগুন দেখতে পান। এরপর খবর দেওয়া হয় দমকলে। ময়নাগুড়ি দমকল কেন্দ্র থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

বাজারের ব্যাবসায়ীদের অভিযোগ দমকলে খবর দেবার অনেক পরে ইঞ্জিন এসে আগুন নেভায়৷ যদিও দমকল কর্মীদের দাবি, দমকল কেন্দ্রের টেলিফোনের লাইন খারাপ থাকার জন্য দেরিতে আগুন লাগার খবর পৌছেছে। পুরে যাওয়া দোকান গুলির মধ্যে শ্যামল দে , সরকারের ইলেক্ট্রনিক্সের দোকান, স্বপন দাসের জুতোর দোকান, অমল দে সরকারের ইলেকট্রনিকসের দোকান এবং কৃষ্ণ দে সরকারের জুতোর দোকান রয়েছে। এছাড়াও অংশিক ক্ষতি হয়েছে সজল বনিকের মিষ্টির দোকানে৷ কিভাবে আগুন লাগার ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান কয়েক লক্ষ টাকা। ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা সাহায্যের আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে৷ ময়নাগুড়ি ফায়ার স্টেশনের ওসি নিলমাধব দাস বলেন, দমকল কেন্দ্রের ল্যান্ড ফোন বিকল থাকায় আগুন লাগার খবর পৌছতে দেরি হয়৷ এছাড়াও ময়নাগুড়ি বাজারে অগ্নিনির্বাপন ব্যাবস্থা জোরদার করতে বাজারের মধ্যে তিনি একটি জলাধার নির্মানের আবেদন জানিয়েছেন৷