অবতক খবর,সংবাদদাতা,মালদা,১৬ জুলাই :: বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত এক দুষ্কৃতিকে গ্রেফতার করলো মানিকচক থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি মাস্কেট, একটি পাইপ গান, একটি ৭ এমএম পিস্তল,৩ রাউন্ড মাস্কেটের গুলি, একটি অটোমেটিক চাকু এবং একটি ম্যাগাজিন। এত বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রগুলি ধৃত দুষ্কৃতী কোথাও পাচার করার পরিকল্পনা করেছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে, অভিযান চালিয়ে মানিকচক থানার বালুটোলা গোপালপুর এলাকা থেকে ধৃত ওই দুষ্কৃতিকে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম তৈমুর আলী। তার বাড়ি মানিকচক থানা এলাকাতে। মানিকচকের গঙ্গা নদীর ওপারে রয়েছে ঝাড়খন্ড সীমান্ত।
বেআইনি এই আগ্নেয়াস্ত্র গুলি নদীর ওপার থেকেই গোপনে আনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। সেগুলি এখানে কোথায় পাচার করা হতো সেব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে, মানিকচকের তদন্তকারী পুলিশকর্তারা।