অবতক খবর,বাঁকুড়া:- গোপন সূত্রে খবর পেয়ে ফের বিপুল পরিমাণ বেআইনী মদ উদ্ধার করল বাঁকুড়া আবগারি দফতর।

বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া দুর্গাপুর বাইপাস রোডের একটি মোটর গ্যারেজ থেকে দুই ব্যাক্তিকে আটক করে। এই দু’জনের কাছ থেকে বিপুল পরিমান নকল মদ, নকল হলোগ্রাম, নকল ছিপি সহ বিভিন্ন জিনিস উদ্ধার করেছে আবগারি দফতর।

আবগারি দফতর সূত্রে জানানো হয়েছে ধৃত দুই ব্যাক্তির বিরুদ্ধে নকল মদ তৈরী ও বিক্রির মামলা রুজু করা হয়েছে। এই চক্রে আরো কেউ যুক্ত রয়েছে কিনা সে ব্যাপারে তদন্ত শুরু করেছে আবগারি দফতর।