ভোটবাজে ভরে গেছে দেশ। মনীষীদের নিয়ে খেলা চলছে বেশ। দড়ি টানাটানির মতো এটা মনীষী টানাটানির খেলা।
এক ফুল দো মালির কাহিনী।
ফুল তো বিবেকানন্দ আর দো মালি কারা বলা নিষ্প্রয়োজন। এদেশে নেতাজি রেস্টুরেন্ট হয়, বিবেকানন্দ সেলুন হয়!
বিবেক যাত্রা
তমাল সাহা
এ এক অন্যমাত্রা
কী দারুণ হাঁটছে দেখো—
ভোটবাজদের পদযাত্রা।
ভোটের কথা
বিবেকানন্দ বলেন নি কোনোদিন
ভোটও দেন নি কোনোদিন।
ভোটবাজরা যেন পরিব্রাজক হাঁটছে
বুকে বিবেকানন্দ ব্যাজ
সামনে রেখে তার জন্মদিন।
বিবেকানন্দ এখন ভোটপণ্য।
দলবাজরা করছে তাকে ছিন্নভিন্ন—
জঘন্য! জঘন্য! জঘন্য!