অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- আজ বহরমপুর পঞ্চানন তলা থেকে চুনাখালি পর্যন্ত মহা মিছিল করল বহরমপুর সিপিআইএম। আগামী ২৬শে নভেম্বর সারা ভারতজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বাম সংগঠনগুলি। তাদের দাবি কেন্দ্র সরকার দেশ বিক্রির উদ্যোগ নিয়েছে , সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো বেসরকারি করার চেষ্টা চালাচ্ছে।

 

যেমন রেল ব্যাংক এর বিরুদ্ধে আজকের এই মিছিল এছাড়াও যেসব পরিবারগুলি আইকর দেয়না তাদের প্রতি মাসে সাড়ে সাত হাজার টাকা দিতে হবে সেই সময় মানুষের মাথাপিছু ১০ কেজি করে খাদ্য দিতে হবে , শ্রমজীবি মানুষ কে পেনশনের আওতায় নিয়ে আসতে হবে ও ৬০০ টাকা করে মজুরি দিতে হবে।

কেন্দ্র সরকার যে নতুন কৃষি বিল নিয়ে আসছে তা অবিলম্বে বাতিল করতে হবে। বামেদের এই আন্দোলন কেন্দ্রের পদ্মফুল ও এই রাজ্যের জোড়া ফুল দলের বিরুদ্ধে দিদি ও মোদি এক হয়ে গেছে। তাই এই রাজ্যে শ্রমজীবী মানুষের স্বার্থে বামফ্রন্ট লড়াই করছে এবং আগামী দিনেও এই লড়াই চলবে বলে তারা জানালেন।