অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- আজ বহরমপুরে পশ্চিমবঙ্গ প্রাণী বিকাশ সম্পদ কর্মী ইউনিয়নের একটি ডেপুটেশন দিতে মিছিল বের হয় ।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রাণিসম্পদ বন্ধু এসে এই মিছিলে যোগদান করে তারা ১২ দফা দাবি জানান  ,তাদের বেতন ন্যূনতম ১০ হাজার টাকা করতে হবে , মেডিক্লেম করতে হবে পিএফ গ্র্যাচুয়িটি আওতায় আনতে হবে ।

৬৫ বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করতে হবে ,পয়েন্ট প্রথা তুলতে হবে ,কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারের একজনকে চাকরি দিতে হবে , কৃত্রিম প্রজননের সময় সরঞ্জাম বিনামূল্যে দিতে হবে , মাতৃত্বকালীন সময়ে বিনা পারিশ্রমিকে  অনারিয়াম দিতে হবে , কুড়ি লক্ষ টাকা জীবন বীমা দিতে হবে। এইসব বিভিন্ন দাবি নিয়ে আজকে তাদের জমায়েত হয়।