অবতক খবর,২৭ আগস্ট,জলপাইগুড়ি: শুক্রবার পূর্ত দপ্তরের প্রধান গেটের সামনে এই বিক্ষোভ আন্দোলন করেন তারা।
পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কমানোর জন্য সরকারকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে দাবি করেন আন্দোলনকারীরা।
সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করা, শূন্য পদে কর্মী নিয়োগ, কেন্দ্রীয় হারে বকেয়া ২৫ শতাংশ মহার্ঘভাতা প্রদান করার দাবি জানান তারা।
সংগঠনের সম্পাদক মনোজিৎ দাস বলেন, অবিলম্বে তাদের দাবিগুলো না মানা হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা।
এই দাবিগুলো নিয়ে জলপাইগুড়ির জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে একটি দাবিপত্র পাঠানো হয়।