অবতক খবর,২৬ সেপ্টেম্বর,মালদা:- বিয়ের ২০ দিনের মাথায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার সকালে মালদা জেলার কালিয়াচক থানার দুইশত বিঘির খুব লালটোলা এলাকায়। মৃতদেহ আনা হলে ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত গৃহবধূর নাম মমতা মণ্ডল বয়স ২১ বছর। অভিযুক্তরা হল স্বামী প্রসেনজিৎ মন্ডল শশুর মহাদেব মন্ডল শাশুড়ি জোসনা মন্ডল সহ বেশ কয়েকজন।
পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা গেছে বিগত কুড়ি দিন আগে বৈষ্ণবনগর থানার শুকদেবপুর এলাকায় ধর্ম মন্ডল এর মেয়ে মমতা মণ্ডল কালিয়াচক থানার প্রসেনজিতের সাথে ভালোবাসা করে বিবাহ করে। বিয়ের পরেই মমতার পরিবারের পক্ষ থেকে টাকা পয়সা পণ হিসেবে দেয়া হয়েছিল বলে জানা যায়। হঠাৎই আজ সকালে মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা খবর পায় সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এরপর পরিবারের সদস্যরা ছুটে গিয়ে তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগে চিকিৎসকেরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে। মৃত গৃহবধূর দাদা জানাই তার বোনকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে তার স্বামী শ্বশুরবাড়ির লোকেরা। মৃত গৃহবধূর দাদা অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন। যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।