অবতক খবর,১২ ডিসেম্বর: বাধা পেরিয়ে উদ্বোধন হল নতুন মেলা ভগবানপুর উৎসব, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে শীতের মরশুমে বছর শেষে কৃষি ও হস্তশিল্প মেলার উদ্বোধন হল, যা ভগবানপুর উৎসব নামে পরিচিত।

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে নতুন মেলার উদ্বোধন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে

মুর্শিদাবাদে শিশুর মৃত্যু, কৃষকদের আত্মহত্যা, চাকরি প্রার্থীদের সাথে শিক্ষা মন্ত্রীর বৈঠক নিয়ে রাজ্য রাজ্য সরকারকে তুলোধোনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি এই মেলা নিয়ে হাইকোর্ট এ জয় পেল মেলা কমিটি। রাজ্যের পুলিশ পারমিশন না দেওয়ার ফলে হাইকোর্ট গিয়ে পারমিশন করতে হয় মেলা কমিটিকে, তাতে জয়ী হয় মেলা কমিটি। তাঁর পরেই আজ এই মেলার উদ্বোধন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বছর শেষে ভগবানপুর বাসী পেল নতুন মেলা। ২০২৩ থেকেই নতুনভাবে শুভারম্ভ হল ভগবানপুর উৎসব। বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেলায় বিভিন্ন ধরনের হস্তশিল্প কৃষি মেলা সহ নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন নিত্যদিন নানান অনুষ্ঠান থাকছে এই মেলার মূল মঞ্চে। পাশাপাশি এই মেলায় বিভিন্ন শীতবস্ত্র থেকে শুরু করে কৃষি ভিত্তিক জিনিস হস্তশিল্পের তৈরি কিছু জিনিসপত্র বিক্রি হবে এই মেলায়। পাশাপাশি কৃষির উপর থাকবে বিভিন্ন প্রদর্শনী। ১১ দিন ধরে চলবে এই মেলা ও উৎসব। মেলার মূল মঞ্চে নিত্য দিন থাকছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। লোক শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত ছৌ নাচ,ও আদিবাসী নৃত্য থাকছে এই মেলায়।