অবতক খবর: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ও মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠকে যোগ দেবেন, তবে সোমবার রাতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর দেওয়া নৈশভোজে অংশ নেবেন না।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মমতাকে ডেকে নৈশভোজে জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, তবে সাম্প্রতিক হাঁটুর অপারেশনের কারণে চিকিত্সকরা তাকে অতিরিক্ত দৌড়ানো এড়াতে পরামর্শ দিয়েছেন।
এ কারণে বৈঠকে অংশ নিলেও নৈশভোজে অংশ নেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রে এমনটাই খবর।
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় হিংসা এবং কংগ্রেসের বিরুদ্ধে মমতার মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমো এমন কোনও বার্তা দিতে চাননা যাতে করে লোকসভা ভোটে এর কোনও প্রভাব পরে, এমনটাই মত রাজনৈতিক মহলের।তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ১৭ জুলাই বেঙ্গালুরু পৌঁছবেন মমতা। একই দিনে অনুষ্ঠিত বৈঠকে প্রায় ৪৫ মিনিট উপস্থিত থাকবেন, তবে নৈশভোজে অংশ নিতে পারবেন না।