অবতক খবর :: নদীয়া :: সারা বিশ্বে যখন করোনা ভাইরাস নিয়ে নাজেহাল তখন ভারতবর্ষ করোনা ভাইরাস নিয়ে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। তেমনি সরকার লকডাউন পথে নেমেছে । বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে করণা পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য ট্রেন গুলিকে বিশেষভাবে অত্যাধুনিক সাজে সাজিয়ে কোভিড-19 আইসোলেশন কোচ করা হচ্ছে।
এবার এই কভিড-19 কে প্রতিরোধ করার জন্য রানাঘাট স্টেশনে বিশেষ ভাবে তৈরি আইসোলেশন কোচ এল । এই আইসোলেশন কোচটির জানলাগুলো অত্যাধুনিক জিনিস দিয়ে মুড়ে দেওয়া হয়েছে যাতে বাইরের কিছু ভেতরে প্রবেশ না করতে পারে এবং ভেতরের কিছু বাইরে না আসতে পারে। আপাতত স্টেশনের ৪ নম্বরে প্লাটফর্মে রাখা হয়েছে এই ট্রেনটি।
যারা করোনা ভাইরাসে আক্রান্ত হবেন তাদের বিশেষ চিকিৎসা ব্যবস্থা রয়েছে এই ট্রেনটির মধ্যে। ভেতরে রয়েছে চিকিৎসার নানা সরঞ্জাম এবং কামরার ভেতরে চিকিৎসক, নার্স ,স্বাস্থ্যকর্মীদের বিশেষ থাকার সুব্যবস্থা ও রয়েছে। বিশেষ সতর্কতার সাথে ট্রেনটির পাশাপাশি স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে।
অন্যদিকে এটাও চোখে পরলো কেন্দ্র সরকার যখন ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেন তখন থেকেই রানাঘাটের বেশ কিছু স্টেশনে এখনো লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। তবে যারা ভবঘুরে এবং সাধারন মানুষ তাদেরকে এই ট্রেন টির মধ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ।