অবতক খবর,১৩ সেপ্টেম্বর,বীরভূমের সদাইপুর: আগামী ১৬ সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস। হিজরী সনের ১২ রবিউল আওয়াল হজরত মহম্মদ জন্মগ্রহণ করেছিলেন। তাই ঐদিন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা বিশ্ব নবী দিবস অর্থাৎ ঈদ মিলাদুন নবী পালন করেন। বিশ্ব নবী দিবসের প্রাক্কালে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার সৌজন্যে সমন্বয় বৈঠকের আয়োজন করা হয় বিকেটিপিপি-র সোনাঝুরি কমিউনিটি হলে। এদিন সদাইপুর থানা এলাকার মুথাবেড়িয়া, লক্ষণডিহি, দুর্লভপুর, সাহাপুর, কুইঠা সহ বিভিন্ন গ্রাম থেকে

ঈদ মিলাদুন নবী কমিটির সদস্যদের নিয়ে নবী দিবস নিয়ে আলোচনা করা হয়। তাছাড়াও দুবরাজপুরের ইসলামপুর মখদুম আশরফ সমিতির সদস্যদের নিয়েও আলোচনা করা হয়। নবী দিবসে কোথায় এবং কোন কোন সময়ে কী কী অনুষ্ঠান রয়েছে সেই নিয়েও আলোচনা করা হয়।

এদিন উপস্থিত ছিলেন ডিএসপি ডিএণ্ডটি আকতার আলি, সিউড়ি সদর সিআই সুব্রত ইন্দ্র, সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া সহ সদাইপুর থানা এলাকার বিভিন্ন মসজিদের পেশ ইমাম এবং ঈদ মিলাদুন নবী কমিটির সদস্যরা।