আজ বিশ্ব সিংহ দিবস
বাড়িতে আমায় বললো আজ তোমার যা হবার হয়ে গিয়েছে, বারোটা বেজে গিয়েছে।
একথা শুনে আমার মাথায় পড়ে বাজ।
তুমি কি জানো আজ বিশ্ব সিংহ দিবস? কোথায় গেল তোমার সেই তেজ, খালি ফাঁকা শব্দ লেখো। মিথ্যা কর গজ গজ!
বিশ্ব সিংহ দিবস
তমাল সাহা
বাড়িতে আমি সিংহী পুষি
আমি নিজে তার কাছে ছাগ।
সিংহী বলে,
নিজের দিবসও ভুলে গেছো
তুমি কেমন আমার মাগ!
ক্ষমা করে দেবেন ভাই!
দেশে ছাগলের সংখ্যা বাড়ছে
১০ আগস্ট বিশ্ব সিংহ দিবস
ভুলে গেছি তাই।
গর্জন শব্দটিও ভুলে গেছি–
সিংহীর কাছে ব্যা ব্যা করি
শেষমেষ তুলি হাই।