অবতক খবর,২৪ জুলাইঃ নদীয়ার হরিণঘাটার মোহনপুরের বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৬ জন কর্মচারীদের প্রায় দু ‘ মাস বেতন বন্ধ। দুপুর থেকে ঘেরাও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

নদিয়ার মোহনপুরের বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৬ জন কর্মচারীদের বেতন বন্ধ। বেতন বন্ধ প্রায় দু’মাস। বেতনের দাবিতে সোমবার রেজিস্ট্রারকে ঘেরাও করলেন কর্মচারীরা। আন্দোলনে অংশগ্রহণ করেন তৃণমূলের সংগঠনের কর্মচারী সংসদ।

কর্মচারীদের দাবি, প্রায় দুমাস হতে চললো বেতন বন্ধ। বেতন না পাওয়া পর্যন্ত ঘেরাও করে রাখা হবে রেজিষ্টারকে। এমনটাই জানান কর্মচারীরা।

যদিও রেজিস্টার জানান, বেতন বন্ধ হয়ে যাওয়া ২৬ জন কর্মচারীর নিয়োগ নিয়েই রয়েছে সমস্যা। রেজিস্ট্রারের দাবি, নিয়োগ সমস্যা রয়েছে কর্মচারিদের। সরকার থেকেই বলা হয়েছে বেতন দেওয়া যাবে না। এমনকি উপাচার্য না থাকায় কোনো সুরাহা করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। এই ২৬ জন কর্মচারীকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে প্রতি মাসে বেতন দেয়। যেহেতু উপাচার্য নেই তাই বেতন দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে।