অবতক খবর,শান্তিনিকেতন,২২ জুনঃ গত সোমবার থেকে বিশ্বভারতীর স্নাতক এবং স্নাতকোত্তর বিভিন্ন বিভাগের শেস বর্ষের ছাত্র ছাত্রীদের পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষার্থীরা অনলাইনে পরীক্ষা দেওয়ার দাবি নিয়ে পরীক্ষা বয়কট করে। ইতিমধ্যে মঙ্গলবার পড়ুয়াদের একাংশ অফলাইনে পরীক্ষা দিতে রাজি হয়। যদিও অনলাইনে পরীক্ষা দেওয়ার দাবি যে সকল পড়ুয়ারা তুলেছিল তাদের বাঁধার মুখে পড়ে অফলাইন পরীক্ষা দিতে ইচ্ছুক পড়ুয়ারা পরিক্ষা দিতে পাইনি।
কিন্তু বুধবার যারা পরীক্ষা দিতে রাজি তারা নতুন করে হাজির হন বিশ্বভারতীতে এবং বিক্ষোভরত পড়ুয়াদের দেওয়া তালা ভেঙে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়ে।
আর একে কেন্দ্র করে দুই ছাত্র গোস্ঠির কোন্দল এ শুরু হয় , তবে বিশ্বভারতীর নিজস্ব নিরপত্তা রক্ষিরা নিস্ক্রিয় ভূমিকা পালন করে।