অবতক খবর এক্সক্লুসিভ,৩ অক্টোবর: বিষধর কেউটে সাপের আতঙ্ক নৈহাটিতে।এক সেচ্ছাসেবী সংস্থার সাহায্যে সাপগুলি উদ্ধার করে তুলে দেওয়া হয়েছে বনদপ্তরের হাতে।
নৈহাটির রামচন্দ্রপুরের বাসিন্দা নারায়ণ রায় এর বাড়িতে হঠাৎই কিছু কেউটে সাপের বাচ্চা ঘোরাঘুরি করতে দেখতে পান নারায়ণ রায় এর পরিবারের লোকজন। এই দেখে মূহুর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় প্রাণ প্রহরী নামে এক সেচ্ছাসেবী সংস্থা কে। প্রাণ প্রহরীর পক্ষ থেকে শনিবার বিকেলে দুই পরিবেশ কর্মী প্রলয় চ্যাটার্জী এবং সুমিত ভাদুড়ী সেই বাড়ি পৌঁছে সাপের খোঁজ শুরু করেন।ঐ বাড়ির কিছু বালি পাথরের বস্তা এবং একটি ঢালাই স্ল্যাব সরানো মাত্রই প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা একটি কেউটে সাপ ফণা তুলে দাঁড়ায় ।সেটিকে উদ্ধার করার পরে আরও প্রায় ঘন্টাখানেক এর চেষ্টায় জ্বালানী রাখার ঘর থেকেই পরপর আরও আটটি সদ্য ডিম ফুটে বার হওয়া কেউটে সাপের বাচ্চা উদ্ধার হয়। এছাড়াও একটি নির্বিষ ঘরচিতি সাপ ও একটি প্রমান সাইজের তেঁতুল বিছে উদ্ধার হয়। এলাকার মানুষকে সচেতন করে নির্বিষ ঘরচিতি সাপটিকে পার্শ্ববর্তী এলাকায় ছেড়ে দেওয়া হয়।সেগুলি উদ্ধারের পর বন্যপ্রাণ রক্ষার জন্য বিষধর সাপ গুলি ও তেঁতুল বিছে টি কে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।