অবতক খবর :: নরেশ ভকত :: বাঁকুড়া ::   আজ বিষ্ণুপুরে AISA -র পক্ষ থেকে বিষ্ণুপুর হাইস্কুল চৌমাথা মোড়ে বিক্ষোভ প্রদর্শন ও স্লোগানের মধ্যে দিয়ে ছাত্রসমাজের মতামত জনতার সামনে তুলে ধরা হয়। পরীক্ষা নেওয়ার এই সিদ্ধান্ত UGC কর্তৃক প্রত্যাহার করানোর জন্য কেন্দ্রসরকারের ওপোর চাপ বাড়ানোর জন্য বৃহত্তর আন্দোলন সংগঠিত করার ডাক দেওয়া হয় বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে।

৬ জুলাই ২০২০ UGC- র নয়া নির্দেশিকা অনুযায়ী দেশজুড়ে সেপ্টেম্বর মাসের মধ্যেই ফাইনাল সেমিস্টার গুলির পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ জারী হয়েছে। ইতিমধ্যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে শিক্ষা মন্ত্রী করোনা অতিমারীর মধ্যে কোনরকম পরীক্ষা না নেওয়ার কথা ঘোষণা করলেও UGC কর্তৃক এই নতুন নির্দেশিকা পুনরায় ছাত্রসমাজে অনিশ্চয়তার সুচনা করেছে। কোনভাবে অনলাইনে অথবা অফলাইনে কলেজে এসে পরীক্ষা নেওয়ার অর্থ হল এক অংশের পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যাবস্থা থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা।

এমনকি ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি ও স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে সরকারের অনীহা জনসমাজে পরিষ্কার হচ্ছে ক্রমশ। এই কারণে দেশজুড়ে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন দেশের বিভিন্ন প্রান্তে রাস্তাই নেমে UGC-র নয়া নির্দেশিকা দাহ করে এই সিদ্ধান্তের বিরোধীতা করছে।