নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া :: জেলা জুড়ে বিক্ষোভ আচ যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না । এবার বিষ্ণুপুরের বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্যের বাড়ির গেটের সামনে বিক্ষোভ দেখালেন আপার প্রাইমারি মেরিট লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা । শুক্রবার বিধায়ক গেটের সামনে বিষ্ণুপুরের প্রায় ৭০ জন চাকুরিপ্রার্থী এই বিক্ষোভে সামিল হন । তাদের দাবি অবিলম্বে আপার প্রাইমারি মেরিট লিস্টে যে সমস্ত চাকরিপ্রার্থীরা রয়েছেন তাদের নিয়োগ করতে হবে । কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তারা বিধায়কের হাতে তাদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন ।
দশরথ রায় নামের এক আপার প্রাইমারি চাকরি প্রার্থী বলেন , ২০১৪ সালের ফর্ম ফিলাপ হয় কিন্তু এখনও তাদের নিয়োগ করা হয়নি । অতিদ্রুত সরকারের কাছে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানান তারা । দ্রতু নিয়োগ না হলে আগামী দিনে কলকাতার রাজপথে অনশনের হুঁশিয়ারিও দেয়া হয় ।
বিষ্ণুপুরের বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্য্য বলেন , চাকরিপ্রার্থীদের যে দাবি রয়েছে তা ন্যায্য দাবি । আমি সর্বদাই তাদের পাশে রয়েছি এবং সব রকম ভাবে তাদের সহযোগিতার চেষ্টা করব ।