অবতক খবর,৯ অক্টোবর: বীজপুর থানার অন্তর্গত কাঁপা-ধানকল এলাকায় রামকৃষ্ণ সরণিতে থাকে দেবু বিশ্বাস। সে দীর্ঘকাল থেকে এই অঞ্চলে জুয়ার ঠেক পরিচালনা করত। স্থানীয় অধিবাসীদের অভিযোগ, দেবু বিশ্বাস চাকরি দেওয়ার নাম করে বহু মানুষকে প্রতারিত করেছে এবং বেআইনিভাবে নিজের বাড়িতে মদের কারবার করত। এই কারণে বাইরের থেকে বহু লোকের যাতায়াত ছিল তার বাড়িতে।

মূলত ওই অঞ্চলে একটা সামাজিক দূষণ সৃষ্টি হয়েছিল ও ওই অঞ্চলের মানুষেরা এই নিয়ে দীর্ঘদিন যাবৎ এই বিষয়ে ক্ষুব্ধ। তারা এর প্রতিকার চাইছিলেন। কিন্তু কোন অজানা কারণে তারা ভীত সন্ত্রস্ত ছিলেন। ফলত এই বিষয়ে তারা কোনো অভিযোগ দায়ের করেননি।‌শেষ পর্যন্ত পুলিশের কড়া নজরদারির ফলে এই অঞ্চলে রেইড হয় এবং দেবু বিশ্বাস ধরা পড়ে। এরফলে এই অঞ্চলের অধিবাসীরা অত্যন্ত খুশি ও স্বস্তি প্রকাশ করে।