অবতক খবর,৩০ জুলাই: দীর্ঘদিন ধরেই কাঁচরাপাড়া এবং হালিশহর পৌরসভার পক্ষ থেকে অভিযোগ আসছিল যে,পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন না থাকার কারণে মানুষ ফিরে যাচ্ছেন এবং মানুষকে তারা পরিষেবা দিতে পারছেন না। বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর কাছেও দুই পৌরসভা অভিযোগ করেছিলেন। অবশেষে বিধায়ক সুবোধ অধিকারী ডিএম এর কাছে বিষয়টি নিয়ে একটি লিখিত চিঠি করেন। যেহেতু ভ্যাকসিনের খুব চাহিদা তাই বিধায়ক সুবোধ অধিকারী অতিসত্ত্বর ৫ হাজার ভ্যাকসিন দেওয়ার আবেদন করেন।
বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর চিঠিকে গুরুত্ব দিয়ে এবং তাঁর আবেদনে সাড়া দিয়ে ডিএম আজ ৫ হাজার ভ্যাকসিনের আবেদন মঞ্জুর করেছেন। খুব শিগগিরই দুই পৌরসভাতে পৌঁছে যাবে ভ্যাকসিন।