অবতক খবর,১৯ আগস্ট: বীজপুরে সাধারণ মানুষের সুবিধার্থে আবারো চালু হলো স্বাস্থ্য সাথী কার্ড তৈরি। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে স্বাস্থ্য সাথী।
এই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বহু মানুষ তাদের চিকিৎসা করিয়েছেন এবং উপকৃত হয়েছেন।

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত এই স্বাস্থ্য সাথী কার্ড নতুন করে তৈরি করা হচ্ছিল।
কিন্তু নির্বাচনের সময় থেকে গতকাল পর্যন্ত এই পরিষেবা বন্ধ ছিল।

আজ থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই নতুন করে স্বাস্থ্য সাথী কার্ড তৈরি আবারো শুরু হল।

কাঁচরাপাড়া এবং হালিশহর পৌরসভাতেও চলছে নতুন স্বাস্থ্য সাথী কার্ড তৈরির কাজ। অত্যন্ত দ্রুতগতিতে কাজ হচ্ছে এই দুই পৌরসভায়।
জানা গেছে, আজ এই দুই পৌরসভাতে আড়াইশো জনের আবেদন গ্রহণ করা হবে।