অবতক খবর, ৩০ জুলাই: কাঁচরাপাড়া-হালিশহরের বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে, প্রশাসন যতই কড়াকড়ি করুক লকডাউনের ব্যাপারে মানুষ নিজেরাই সচেতন নন।
কাঁচরাপাড়া কলেজ সংলগ্ন মৃত্যুঞ্জয় ক্লাব অঞ্চলে দেখা যাচ্ছে পুরোপুরি খেলার আসর বসে গেছে। মাস্কবিহীন অবস্থায় বাড়ি থেকে ছেলেপুলেরা ফুটবল খেলতে নামছে। বাড়ির অভিভাবকরাও এ ব্যাপারে কোনো গুরুত্ব দিচ্ছেন না। থানার মোড় অঞ্চলে দেখা যাচ্ছে দোকান খোলা রয়েছে,মুদি দ্রব্যাদি বিক্রি হচ্ছে। দেখা যাচ্ছে ডাঙ্গাপাড়া অঞ্চলে চায়ের দোকান খোলা রয়েছে এবং ক্ষুদিরাম বোস ইনস্টিটিউটের মাঠে লোক আড্ডা দিচ্ছে,জড়ো হচ্ছে। শহরের ভিতরে দিকের কোনো কোনো অঞ্চলে দোকানপাট খোলা থাকছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে মানুষ এখনো নিজেরাই সচেতন নন।
প্রশাসন যতই নজরদারি করুক মানুষ যদি সচেতন না হন তাহলে করোনার বিরুদ্ধে এই যে লড়াই, এই লড়াই ব্যর্থ হয়ে যাবে।