অবতক খবর,২৯ জুলাই: বীজপুর অর্থাৎ কাঁচরাপাড়া-হালিশহর অঞ্চলের স্থানীয় প্রশাসন,বীজপুর থানা প্রশাসন কাঁচরাপাড়া এবং হালিশহর পৌর প্রশাসন আলোচনা সভা করে এটাই স্থির করেছিলেন যে,২৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত কড়াকড়িভাবে লকডাউন চলবে। করোনা সংক্রমণ রোধে তারা যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছিলেন এবং এই কড়াকড়ি লকডাউন চলছে।

‌সেই আলোচনা সভায় নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক,মূল পরিচালক ছিলেন সবাই জানে। তিনি জানিয়ে দিয়েছিলেন এই লকডাউন পিরিয়ডে কাঁচরাপাড়া পৌরসভা এবং হালিশহর পৌরসভা অঞ্চলটিতে স্যানিটাইজেশন প্রক্রিয়াও সঙ্গে সঙ্গে চলবে। ফলে করোনা সতর্কীকরণ, করোনা সংক্রান্ত যে প্রভাব সেটি নিশ্চিতভাবে অনেক কমবে। কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কাঁচরাপাড়া এবং হালিশহর পৌরসভা অঞ্চলে স্যানিটাইজেশন প্রক্রিয়া শুরু হয়নি। পৌর প্রশাসনকে পার্থ ভৌমিক নিজে এই ভূমিকা নিতে বলেছিলেন।

এ ব্যাপারে ব্যবসায়ী সমিতির নেতৃত্বরাও জানান যে, এইরকম প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল এবং পার্থ ভৌমিক নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কেন এখনও পর্যন্ত পৌরসভা কি ব্যবস্থা নিয়েছেন,কি করবেন এ বিষয়ে আমরা কিছুই জানিনা। তবে আমরাও চাই পৌর নাগরিকদের স্বার্থে করোনা প্রতিরোধ করার জন্য এই স্যানিটাইজেশন প্রক্রিয়া অনতিবিলম্বে চালু হোক।
বলা হয়েছিল এ ব্যাপারে দমকল বিভাগ সহযোগিতা করবে। কিন্তু এই ব্যাপারে কোনরকম কার্যকরী ভূমিকা নিতে প্রশাসনকে দেখা যাচ্ছে না।