ক-এ কাঁচরাপাড়া,ক-এ করোনা, ক-এ কামাইবাজি

অবতক খবর,২৬ জুলাই: আজ থেকে বীজপুর অর্থাৎ কাঁচরাপাড়া ও হালিশহরে প্রতিদিন ২৪ ঘন্টার জন্য লকডাউন শুরু হচ্ছে। এই লকডাউন চলবে ২৭ জুলাই থেকে ১লা আগস্ট পর্যন্ত ।গতকাল বাজার সমীক্ষা করে দেখা গেছে যে, অঞ্চলের অধিবাসীরা অত্যন্ত ক্ষুব্ধ। মন্ডল বাজার,মোতি বাজারে সমস্ত শাক সবজির দাম অত্যধিক হারে বেড়ে গেছে। ৩২ টাকা কিলো আলু বিক্রি হয়েছে। কুমড়ো ৪০ টাকা কেজি। বরবটি,মুলো এই সমস্ত সবজির দাম ৬০-৬৫ টাকা কিলো পর্যন্ত দাঁড়িয়েছে।

লকডাউনের এই সুযোগে এই যে ব্যবসায়ীরা ব্যাপকভাবে মুনাফা লুটছে। এব্যাপারে স্থানীয় প্রশাসন উদাসীন।তারা এই বিষয়ে কোন নজরদারি করেননি।

কেন করেননি, এ বিষয়ে অঞ্চলের সাধারণ মানুষের অভিযোগ যে, প্রশাসন তো জানতোই যে আজ থেকে লকডাউন শুরু হবে। ‌মানুষ তার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। সেই অনুযায়ী পরিষেবার জন্য যাতে অত্যধিক হারে জিনিসপত্রের দাম না নেওয়া হয়,যাতে গ্ৰাহকরা প্রতারিত না হয় মূল্যের দিক থেকে সে দিকে তাদের নজরদারি করা উচিত ছিল। শুধুমাত্র করোনা সংক্রান্ত বিধি নিষেধ, কড়াকড়ির দিকেই প্রশাসনের নজর দিলে হবে? সাধারণ মানুষের জীবিকা নির্বাহের জন্য সুযোগ সুবিধা বা কোথায় অসুবিধা হচ্ছে সেটি তারা দেখবেন না? তারা এই অভিযোগটি তুলেছেন।