অবতক খবর,১ আগস্টঃ আজ বীজপুর অঞ্চলের কিংবদন্তি অংকের মাস্টার মশাই সুনীত রঞ্জন সেনগুপ্ত প্রয়াত হলেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সুনীত রঞ্জন সেনগুপ্ত সুনীত বাবু বলে পরিচিত ছিলেন। তিনি ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান কাঁচরাপাড়া হার্নেট হাই স্কুলের অংকের শিক্ষক। তিনি অংকের যাদুকর এমনই একটা পরিচিতি ছিল তাঁর। অংকের মাস্টারমশাই হলেও সংস্কৃতি মহলে তাঁর পরিচিতি ছিল। বামপন্থী বলে ঘোষিত অনেক শিক্ষকের সঙ্গে তাঁর যোগসূত্র ছিল। তিনি পরবর্তীতে তৃণমূল প্রার্থী হিসেবে কাঁচরাপাড়া পৌরসভায় ২২ নং ওয়ার্ডের প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন। তিনি সম্পর্কে বিতর্কিত নেতা তথা কৃষ্ণনগরের বিজেপি বিধায়ক মুকুল রায়ের মামা। তিনি নিজের হাতে অনেক ছাত্র গড়ে তুলছেন।

তাঁর ছাত্ররা এখন অনেকেই নিজস্ব পরিচিতিতে বিভিন্ন কর্মস্থলে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত অনেক ছাত্র বিদেশেও রয়েছেন। জানা গেছে, তাঁর মরদেহ তাঁর কর্ম প্রতিষ্ঠানে নিয়ে আসা হবে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানানো হবে তিনি বর্তমানে ৬ নং ওয়ার্ডে উত্তর ঘটক রোডে থাকতেন। সেখানে তার নিজস্ব বাসভবন রয়েছে। তাঁর মৃত্যুতে এই অঞ্চলে বিশেষত ছাত্র মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি খুব ধীর গতিতে হাঁটাচলা করতেন বিনম্রতা ছিল তাঁর চরিত্রের একটি মূল বিষয়। তিনি ১ বারই কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি পৌর নির্বাচনে আর দাঁড়াননি।