অবতক খবর,৪ জুলাইঃ গত ১লা জুলাই থেকে সরকারি নির্দেশিকা অনুযায়ী একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও প্লাস্টিকজাত দ্রব্য নিষিদ্ধ করা হয়েছে। আর সেই নির্দেশিকা ক্রেতা ও বিক্রেতারা কতটা মেনে চলছেন তা দেখতে বিভিন্ন বাজার পরিদর্শনে নামলেন কাঁচরাপাড়া এবং হালিশহর পৌরসভার দুই সিআইসি মেম্বার যথাক্রমে দিলীপ ঘোষ ও জিয়াউল হক।
কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল আধিকারীর নির্দেশে আজ ১৩নং ওয়ার্ড সংলগ্ন আম্বেদকর বাজার ও ৮ নং ওয়ার্ড কলেজ বাজার পরিদর্শন করলেন দিলীপ ঘোষ( চেয়ারম্যান ইন কাউন্সিল)।
অন্যদিকে হালিশহর সরকার বাজার ও চৌমাথা বাজারের সব ফলের দোকান, সবজি বাজার, মাছ বাজার, মুদিখানা বাজার, দশকর্মার দোকান সহ বিভিন্ন দোকান ঘুরে দেখলেন সিআইসি জিয়াউল হক।
পরিদর্শন চলাকালীন ৭৫ মাইক্রনের নিচে বিভিন্ন প্লাস্টিক দ্রব্য যেমন প্লাস্টিকের ক্যারিব্যাগ, থার্মোকলের থালা, গ্লাস, বাটি,প্লাস্টিক গ্লাস এগুলি বাজেয়াপ্ত করা হয়। প্রতিটি বাজারেই বেশ কয়েকটি দোকানের বিক্রেতাদের কাছে জরিমানা আদায় করা হয়। আগামী দিনে হালিশহর এবং কাঁচরাপাড়া পৌরসভার অন্যান্য সবকটি বাজার পৌরসভার পক্ষ থেকে পরিদর্শন করা হবে বলে খবর।