অবতক খবর,২৬ ডিসেম্বর: গোটা বিশ্বজুড়ে ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন। এই দিনটি মূলত খ্রিস্টান সম্প্রদায়ের হলেও মহাসমারোহে ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দিনটি পালিত হয়ে থাকে। এই বিশেষ দিনে বিভিন্ন সমাজসেবী এবং সমাজসেবী সংস্থারা এগিয়ে আসেন দুঃস্থদের সেবায়।

কিন্তু বীজপুরের দুঃস্থ মানুষ তথা ভবঘুরেদের সান্টা হলেন কাঁচরাপাড়া কলেজের সাধারণ সম্পাদক সৌগত ঘোষ।

বড়দিনের রাতে তিনি এই অঞ্চলের ভবঘুরেদের মধ্যে বিতরণ করলেন কেক,মিষ্টি এবং কম্বল।

এ প্রসঙ্গে তিনি বলেন, মানবসেবাই প্রতিটি মানুষের মূল ধর্ম হওয়া উচিত। বড়দিন যেমন আমাদের কাছে অন্যান্য দিনের তুলনায় আলাদা, আমরা এই দিনটি আনন্দের সাথে পালন করি, ঠিক তেমনই বিশেষ বিশেষ দিনগুলোতে দুঃস্থ মানুষ তথা ভবঘুরেদের মুখে হাসি ফোটানো আমাদের কর্তব্য। কারণ আমরা মনে করি মানবসেবা দ্বারাই ঈশ্বরের সেবা হয় সুতরাং নিজেদের আনন্দের পাশাপাশি তাদেরও একটু আনন্দ দেওয়া উচিত।