অবতক খবর,১১ এপ্রিল: গত ১০ এপ্রিল বীজপুর বিধানসভা কেন্দ্রে জনসভা করতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভায় জনসমাগম ছিল বাঁধভাঙা। কাতারে কাতারে মানুষ দূরদূরান্ত থেকে এই জনসভায় যোগ দিতে এসেছিলেন। ৮ থেকে ৮০ মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার চোখের দেখা দেখবেন বলে ছুটে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন হতেই জনসভার ব্যারিকেড ভেঙে যাবার উপক্রম হয়। কোনমতে সামাল দেন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। তাঁকে দেখে জনসাধারণের আবেগ,উচ্ছাস, উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।

গতকাল মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক এবং বীজপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুবোধ অধিকারীর সমর্থনে এই জনসভা করতে বীজপুরে পা রেখেছিলেন। আর এই জনসভাকে এক ঐতিহাসিক জনসভা বলে ঘোষণা করলেন খোদ বীজপুরবাসী।

জনসভাটি সংঘটিত হয় হালিশহর মল্লিকবাগ সবুজ সংঘ ময়দানে। কিন্তু সভাস্থল থেকে শুরু করে কাঁচরাপাড়া স্টেশন হয়ে জোনপুর, এদিকে থানার মোড়,কাঁপা মোড়,ওদিকে বাগমোড় থেকে হালিশহর চৌমাথা,বোলদেঘাটা,হাজিনগর ফাঁড়ি পর্যন্ত মাইক লাগানো হয়। অর্থাৎ গোটা বীজপুরের অলিগলিতে মাইক লাগানো হয়েছিল,যাতে বীজপুরের প্রত্যেকটি মানুষ মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে পান। এমনও দেখা গেছে যে,বেশ কয়েকটি জায়গায় মাইকের নিচে জটলা করে দাঁড়িয়ে মানুষ মুখ্যয়ন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছেন। এই জনসভা ঐতিহাসিক জনসভাই বটে।কারণ গতকাল দলমত নির্বিশেষে এই জনসভায় মুখ্যমন্ত্রীকে দেখার এবং তাঁর বক্তব্য শোনার জন্য হাজির হয়েছিলেন মানুষ।

এই সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী প্রার্থী পার্থ ভৌমিককে মিষ্টি ছেলে এবং সুবোধ অধিকারীকে দুষ্টু-মিষ্টি ছেলে বলে ঘোষণা করলেন। নৈহাটি এবং বীজপুরে এই দুজনকেই কেন প্রয়োজন সে সম্পর্কেও তিনি বিস্তারিত বললেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”এখানে তো অনেক বড় বড় নেতা আছেন। তারা কি ১৫ লক্ষ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে দিয়েছে! এই তো বিজেপির আচ্ছে দিন। সব বেচে দিচ্ছে। তাতে তো ৭৫ শতাংশ মানুষের চাকরিই থাকবে না। এখানকার বড় বড় নেতা বড় বড় কথা বলে।পার্থ মিষ্টি ছেলে এবং সুবোধ একটু দুষ্টু-মিষ্টি। কখনো কখনো মিষ্টি ছেলেরও প্রয়োজন আছে,আবার কখনো মিষ্টি ছেলেরও প্রয়োজন আছে। যদি কারোর বাড়িতে আগুন লাগে এই দুষ্টু ছেলেটা নিজের পরোয়া না করে আগে গিয়ে আগুন নেভাবে। আর মিষ্টি ছেলেটা গিয়ে তাদের সার্বিকভাবে সাহায্য করবে। নৈহাটির মত শান্ত জায়গায় পার্থর চেয়ে ভালো প্রার্থী আর কে হতে পারে! আর সুবোধকে প্রয়োজন, আপনার বাড়ি যাতে লুট না হয়,আপনার দোকান,আপনার এলাকা তাতে লুট না হয়, আপনার হালিশহর,কাঁচরাপাড়া, আপনার বীজপুর যাতে বেঁচে থাকে। আর কেউ কেউ আছে কত ভালো হবার ভান করে,আর এদিকে ঘরে বউকে যে কত মারে তার ঠিক নেই। তারা তো ছদ্মবেশী।”