আবতক খবর,মৃন্ময় লাহিড়ী,২৯ শে অক্টোবর: আজ বীরভূম জেলা দুবরাজপুরের ইসলামপুরে বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব তথা বিচারক দেবজ্যোতি মুখোপাধ্যায় নির্দেশে সাধারণ মানুষকে আইনি সহায়তা বিষয়ে সচেতন করা হল। গ্রামাঞ্চল বা শহরাঞ্চলে কোন বড় সমস্যা দেখা দিলে সাধারণত পুলিশের সাহায্য নেওয়া হয়।
কোথায় গেলে সঠিক আইনি সহায়তা পাওয়া যাবে সে সম্পর্কে বহু মানুষই ওয়াকিবহাল নয়। মানুষের এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে সদাপ্রস্তুত বীরভূম ডিস্ট্রিক লিগাল সার্ভিস অথরিটি। তাদের “চেতনা সাথী” নামক একটি ভ্রাম্যমাণ গাড়ি এসে পৌঁছায় দুবরাজপুরের ইসলামপুর এলাকায়, সেখানে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পার্শ্ব আইনি সহায়ক শেখ কায়েস উদ্দিন ও মন্টু সাহা আইনি পরিষেবা বিষয়ে মানুষকে অবগত করতে একটি করে লিফলেট তাদের হাতে তুলে দেন। বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে কি কি আইনি সুযোগ সুবিধা পাওয়া যাবে তা বিস্তারিত ভাবে বোঝানো হয়।