আজিম সেখ :: অবতক খবর :: বীরভূম :: বীরভূম জেলা গ্রীন জোন হিসেবে চিহ্নিত ছিল এতদিন। এবারে বীরভূমের মল্লারপুরের কাছে মৌরাপুর গ্রামে করোনা আক্রান্ত একই গ্রামের তিনজন- উর্মিলা দে বয়স ৫৮, মঞ্জু দেবাংশী বয়স ৫০,ও পীযূষ কান্তি মন্ডল বয়স ৫২ এরা সকলেই মল্লারপুর এর বাসিন্দা। বীরভূমের মল্লারপুরে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । আপাতত তাঁরা রামপুরহাট কোয়ারানটিনে ছিলেন। তারপরে তাদেরকে রাখা হয় মল্লারপুর কিষান মান্ডিতে।
রামপুরহাট হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিন আগেই তাঁরা মুম্বই থেকে ফেরেন । দুদিন আগে তাঁদের নমুনা সংগ্রহ করে টেস্ট করা হয় । তাঁদের টেস্ট রিপোর্ট মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ থেকে আসলে জানা যায় তাঁরা কোরোনা পজ়িটিভ। আজ সকালে তাদেরকে কলকাতায় নিয়ে যাওয়া হয় ।
ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । তাঁরা সদ্য মুম্বই থেকে ফিরলে কেন তাঁদের প্রথমেই কোয়ারানটিন করার ব্যবস্থা করা হল নি সেই নিয়েও অভিযোগ করেছেন স্থানীয়রা । রাজ্যের চিকিৎসা ব্যবস্থার গাফিলতি নিয়ে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়তে হয়েছে সরকারকে । বীরভূমের এই ঘটনায় বিচলিত স্থানীয়রা ।