অবতক খবর,১০ নভেম্বর: সাঁইথিয়া থানার ফুলুর গ্রাম পঞ্চায়েতের বিলসা গ্রামে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গ্যাস বেলুনে গ্যাস ভরার সময় হাঠৎ ই বিস্ফোরণ ঘটে।বছর ৩৬ এর বিপত্তারন বাগদি নামে এক প্রতিবেশীর মৃত্যু ঘটে বলে জানা যায়।তার বাড়ি ওই বিলসা গ্রামেই।এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উত্তেজিত জনতারা ক্ষোভে ফেটে পড়ে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ভাঙচুর করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ তুলতে গেলে পুলিশ কে বাধা দেয় গ্ৰাম বাসিরা, গ্ৰামবাসি দের দাবি ওই সিভিক ভলেন্টিয়ার কে অতি সত্বর গ্ৰেপ্তার করতে হবে। ঘটনা ঘটার পরেই পলাতক ওই সিভিক ভলেন্টিয়ার দূর্গাপ্রসাদ ভট্টাচার্য।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাঁইথিয়া থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার দূর্গাপ্রসাদ ভট্টাচার্য বেশ কিছু দিন ধরে গ্যাস বেলুনের ব্যবসা করছিল।রবিবার দুপুরে দূর্গাপ্রসাদ বিপদতারণ কে তার বাড়িতে ডেকে নিয়ে আসে।

অভিযোগ বিপদতারণ গ্যাস ভরার কাজ করছিল।হঠাৎ করে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে বিপদতারণ গুরুত্বর ভাবে আহত হয়।পরে ঘটনাস্থলে মারা যায় ওই বিপদতারণ বাগদি। ঘটনাটি জানাজানি হতেই মৃত ব্যক্তির গ্রামবাসীরা সিভিক ভলেন্টিয়ার দূর্গাপ্রসাদের বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর করে বলে জানা যায়, ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এই এলাকায়।