আজ তাঁর প্রস্থানের দিন

উঁচু মাথাওয়ালা মানুষ

(বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে সামনে রেখে)
তমাল সাহা

এক কারিগর ছিল
সে শব্দের পাথর ভাঙতো
গড়তো মানুষের রূপ।

এক ওস্তাগর ছিল
সে আগুনের মধ্যে হাঁটতো
আঁকতো জীবনের ছবি।

এক মালি ছিল
সে বাগান করতো
ফোটাতো ভালবাসার ফুল।

এক কবি ছিল
যার মাথায় ছিল পাথর
যার বুকে ছিল আগুন
যার হাতে ছিল ফুল।

একজন উঁচু মাথাওয়ালা মানুষ ছিল
তার কোনো সম্পদ ছিল না
ঐশ্বর্য ছিল
একহাতে ছিল মানুষ, আর…
অন্যহাতে ছিল আয়ুধ কলম।