অবতক খবর,১১ আগস্ট: বুধবার সকালে লোকাল চালানোর দাবিতে শিয়ালদহ-বনগাঁ শাখার দত্তপুকুর স্টেশনে অবরোধ যাত্রীদের।
প্রায় তিন ঘন্টা ধরে চলে এই অবরোধ।পরবর্তীতে রেল আধিকারিক রা এলেও অবরোধ অব্যাহত থাকে।
বিক্ষোভকারী যাত্রীদের দাবি, অন্যান্য স্টেশনে, যেমন বারাসত, মধ্যমগ্রাম থেকে লোকাল চললেও দত্তপুকুর স্টেশন থেকে কোন লোকাল ট্রেন চলছে না অফিস টাইমে।মূলত ৮ টা ৪২ ও ৯ টা ৪২ এই দুই দত্তপুকুর লোকাল চালানোর দাবিতেই এই অবরোধ বিক্ষোভ যাত্রীদের।ডাউন ৮ টা ৪২ ও ৯ ৪২ এই দুটি দত্তপুকুর লোকাল অবিলম্বে চালাতে হবে,না হলে যাত্রীরা বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান।
তাদের দাবি,অফিস টাইমে এই দুই লোকাল বন্ধ থাকার কারণে দত্তপুকুর স্টেশন থেকে ট্রেনে উঠতে পারে না যাত্রীরা।অনেকেই ট্রেনে উঠতে গিয়ে পরে গিয়ে আহত হয়।
ঘটনাস্থলে পৌছায় জি আর পি। আর পি এফ কথা বলে যাত্রীদের সাথে।
তবে তিন ঘন্টা পরও অবরোধ থেকে পিছু হটে না অবরোধকারীরা।
তাদের দাবি, যদি এই দুই লোকাল ট্রেন অবিলম্বে চালু না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
ঘটনাস্থলে জি আর পি আর পি এফ ,দত্তপুকুর থানার পুলিশ।অবরোধ থেকে কোন আশ্বাসেই পিছু হটতে রাজি নয় বিক্ষোভকারীরা।