সুদেষ্ণা মন্ডল :: অবতক খবর :: ৪ঠা,ডিসেম্বর :: দক্ষিণ ২৪ পরগনা :: সাইক্লোন বুলবুলে ক্ষতিগ্রস্ত দের জন্য ব্লকস্তরে আর্থিক সহায়তা কেন্দ্র সঠিক ভাবে চলছে কি না তা পরিদর্শন করতে বুধবার ভাঙড়ে আসলেন রাজ্যের কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক পি উলগানাথন সহ জেলার উচ্চ পর্যায়ের কৃষি আধিকারিকরা।
ভাঙড়ের একাধিক এলাকায় জমির মিউটেশন বন্ধ থাকায় কৃষিজ ফসলের ক্ষতির জন্য প্রাপ্য সরকারি সাহায্য থেকে অনেকে বঞ্চিত হচ্ছিলেন। কারণ তারা রাজ্য সরকারের আর্থিক সহায়তা পাওয়ার জন্য উপযুক্ত জমির কাগজ জমা দিতে পারছিলেন না।
এদিন ভাঙড়ের ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য বিশেষ পন্থা অবলম্বন করলেন কৃষি মন্ত্রী। মূলত পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি থেকে ওয়ারেশন সার্টিফিকেট নিয়ে বিএলআর এর কাছে জমা করলে বিএলআরও ওয়ারেশন কপি সার্টিফাইড করলেই ক্ষতিগ্রস্ত চাষিরা টাকা পাবেন। পাশাপাশি এই ওয়ারেশন সার্টিফিকেট শুধুমাত্র ক্ষতির টাকা পাওয়ার জন্যই বৈধ বলে জানালেন মন্ত্রী।