বিধাননগর :: ০৫ জুন :: বৃক্ষ উচ্ছেদ! হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শিলিগুড়ি মহকুমার বিধাননগরে আজ অভিনব ভাবে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। আজ বিধান নগর ওয়েলফেয়ার সোসাইটি তাদের প্রজেক্ট “গ্রীন বিধাননগর” নাম দিয়ে পরিবেশ দিবস পালন করলো। আজ সোসাইটি কর্নধার বাপন দাস বলেন, “বিশ্ব পরিবেশ দিবস মানে এই না, যে আমরা শুধু বৃক্ষরোপণ করব, পরিবেশকে যে সকল গাছ ও আগাছা দূষিত করছে তাদেরকেও আমরা পরিবেশ মুক্ত করবো। তাই আজ বিধান নগর জাতীয় সড়কের আশেপাশের যে সকল পার্থেনিয়াম গাছ ছিল যেগুলো পরিবেশকে দূষিত করে এবং বিভিন্ন রোগ ছড়ায় তাদের কে উচ্ছেদ করে, তাদের জাতীয় সড়কের উপর পোড়ানো হলো, সেই সঙ্গে যেখানে পার্থেনিয়াম গাছ গুলো ছিল সেখানে নতুন করে বৃক্ষরোপণ করা হলো।”
আজ বৃক্ষ রোপন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ এবং বিধান নগর তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ মানস দাস। কাজল বাবু এই কাজের প্রশংসা করেন । বিধান নগর গ্রীন প্রজেক্ট ইনচার্জ শীতম পাল বলেন আমরা চেষ্টা করলাম কিছু পার্থেনিয়াম গাছ তুলে দিয়ে বৃক্ষ রোপণ করার। বিধান নগর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তপন পাল বলেন, “আজকে আমরা প্রায় ১০০ টি গাছ লাগিয়েছি গ্রীন বিধান নগর নাম দিয়ে।