অবতক খবর :: হুগলী :: চুঁচুড়া তালডাঙ্গায় বৃদ্ধ দম্পতির রহস্য মৃত্যু। ঘরের মধ্যেই হাতে এবং পায়ে ইলেকট্রিকের তার জড়ানো অবস্থায় দেহ উদ্ধার হয়। ঘরের মধ্যেই মৃত অবস্থায় প্রতিবেশীরা দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় দুজনেরই হাতে এবং পায়ে ইলেকট্রিকের তার জড়ানো ছিল পুলিশ এসে তার খোলে।
প্রাথমিক অনুমান অবসাদ থেকেই আত্মঘাতী এই বৃদ্ধ দম্পতি নাম গঙ্গাধর দাস(৭৫) এবং জ্যোতি দাস(৬৫)। চুঁচুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।